বিডিটেলিগ্রাফ ডেস্ক।
১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০১০৮৩৩১ নম্বর বন্ড, আর দ্বিতীয় পুরস্কার সোয়া ৩ লাখ টাকা জিতেছে ০১৫৬৮৯৭ নম্বর বন্ড।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
ড্র অনুযায়ী তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে দুটি বন্ড পেয়েছে—০০৫৬৩৬২ ও ০৪৫৩৬৬৮।
চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে দুটি—০৯১২৪৪৪ ও ০৯৮৩৫৭২।
পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে ৪০টি বন্ড নম্বর ঘোষণা করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রিত বন্ডগুলোই এ ড্রয়ের আওতায় এসেছে।
আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজ বন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কাটা হবে।