বিডিটেলিগ্রাফ ডেস্ক।
চাঁদপুরের মতলব উত্তরের ছয় বছরের ফুটবল প্রতিভা সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বল নিয়ন্ত্রণের ভিডিও ভাইরাল হয়ে ‘মেসি খ্যাত’ পরিচিতি পাওয়া এ শিশুটির সঙ্গে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাক্ষাতে সোহান তার ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে। পরে ক্রীড়া উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুকে উল্লেখ করেন, বয়স কম হলেও সোহানের প্রতিভা ও দৃঢ় মনোযোগ দৃষ্টিগ্রাহ্য। তিনি জানান, সোহানের বিকেএসপি স্কলারশিপ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে তাকে একটি ফুটবল উপহারও দেওয়া হয়।
গত ১০ নভেম্বর রাতে ক্রীড়া উপদেষ্টা সোহানের স্কলারশিপের ঘোষণা দেন, যা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে। এর আগে ভিডিও ভাইরাল হওয়ার পর তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে সোহানের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নতুনভাবে সাজানো হয়।
এখন বিকেএসপিতে ভর্তি প্রস্তুতিতে ব্যস্ত মতলবের পাঁচানী গ্রামের এ খুদে ফুটবলার। পরিবারের পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সহায়তা তাকে নিয়ে আশাবাদ আরও বাড়িয়েছে।
সোহানের বাবা মো. সোহেল বলেন, “বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। যারা সোহানের পাশে দাঁড়িয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ।”
মতলব উত্তর উপজেলার ইউএনও মাহমুদা কুলসুম মনির বলেন, “সোহান আমাদের এলাকার গর্ব। তার প্রতিভা অতি অল্প বয়সেই বিস্ময়কর। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।