নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে গোসল করতে নেমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। এবং রাত ৮টার সময় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি হলেন, উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নাজের মোড়লের স্ত্রী আয়শা বেগম (৭৫)।
নিহতের প্রতিবেশী জাহাঙ্গীর আলম বলেন, আয়শা বেগম মানসিক ভারসাম্য হীন ছিলেন। তার গা হাত পা জ্বালাপোড়া রোগ ছিলো। গায়ে পানি না দিলে ঘুমাতে পারতো না। সন্ধ্যায় আরেক ভারসাম্যহীন মনোয়ারা বেগমকে পুকুর পাড়ে দাঁড়িয়ে রেখে আয়েশা বেগম গোসল করার জন্য পুকুরে নেমে ডুব দেয়। কিন্তু ডুব দিয়ে যখন সে না ওঠে তখন মনোয়ারার চিৎকার শুনে লোকজন এসে জাল বেয়ে খোঁজ করা হয়। কিন্তু পাওয়া যায়নি। পরে প্রতিবেশীদের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে ১ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।