বৃহস্পতিবার চিলমারী জেলার ব্রক্ষ্মপুত্র নদে সাড়ে ১৫ কেজি ওজনের এক বোয়াল মাছ ধরা পড়েছে। উপজেলার কাজলডাঙ্গায় ব্রহ্মপুত্র নদে জেলে খিরুরাম দাস এদিন ভোরবেলায় মাছটি শিকার করেন।
পরে খিরুরাম দাস মাছটি মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে বিক্রী করেন।
মাছ বিক্রেতা ধনেশ্বর জানান, তিনি মাছটি কিনে এনে থানাহাট বাজারে এক হাজার দুইশ’ টাকা কেজি দরে ১৮ হাজার ৬ শ’ টাকায় বিক্রী করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন ইদানিং ব্রহ্মপুত্র নদে এধরনের বর বড় মাছ ধরা পড়ছে।