ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর একদিনের মাথায় বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের দামও ।
প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করার সিদ্ধান্ত রয়েছে বিইআরসির পূর্ব নির্ধারিত মাসিক মূল্য স্বমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে কমিশন সুত্রে জানা গেছে।
এর ফলে মূল্য সংযোজন করসহ প্রতি কেজি এলপিজির দাম ১০৪ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৪২ পয়সা নির্ধারণ করার কারনে বাজারে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৯ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩১৩ টাকা অর্থাৎ ৫৪ টাকা বেড়েছে।
অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ৫৮ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ইতোপূর্বে অক্টোবর মাসেই ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৩৩ টাকা থেকে বাড়িয়ে ১২৫৯ টাকা করা হয় এবং গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ৫০ টাকা ৫৬ পয়সা থেকে হচ্ছে বাড়িয়ে ৫৮ টাকা ৬৮ পয়সা করা হয়েছিলো,।