বাঘারপাড়ার নারিকেল বাড়িয়া বাজারে তফশিলি ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার(১৫ নভেম্বর ) বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মোর্তজা আলী ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মাসুদ রানা, জেলা ম্যানেজার মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মেহেদি মাসুদ লতিফ, ব্যাংক এশিয়ার এজেন্ট আবু ওবায়দা বিশ্বাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভায় সভাপতিত্বে করেন নারিকেলবাড়ীয়া বনিক সমিতির সভাপতি কাইয়ুম বিশ্বাস।