অভয়নগর উপজেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে সিটিসি মিটিং বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটি ও ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত মিটিংয়ের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, শিক্ষক সুনীল দাস, এনজিও প্রতিনিধি এসএম ফারুক হোসেন, সংবাদকর্মী মাসুদ তাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।