বাঘারপাড়ায় আব্দুর রাজ্জাক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আব্দু র রাজ্জাক মোল্লা হাবুল্যা গ্রামের মৃত ভোলায় মোল্লার ছেলে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয়রা শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে হাবুল্যা গ্রামের ইরাদত মোল্লার বাগানের একটি জীবন গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি দেখতে পান । পরে বাঘারপাড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
বাঘারপাড়া থানার (ওসি) ফিরোজ উদ্দীন এ বিষয়ে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।