বাঘারপাড়ায় নির্মানাধীন রেলওয়ে সড়কের ব্রিজ থেকে পড়ে গিয়ে মতিয়ার রহমান (৩৫ ) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।
শনিবার উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাংগা-রাধানগর-ঘুনি এলাকায় পদ্মাসেতুর রেলওয়ে ব্রিজে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মতিয়ার রহমান অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের ইয়াকুব মোল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, নির্মান শ্রমিক মতিয়ার প্রতিদিনের ন্যায় অন্যানয শ্রমিকদের সাথে নির্মানাধীন ব্রিজে রড বাঁধার কাজ শুরু করে। এসময় হঠাৎ পা পিছলে ২০/২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যায়। এতে তার বুকে ও মাথায় প্রচন্ড আঘাত লেগে অচেতন হয়ে পড়ে।
রেলওয়ের কাজে নিয়োজিত অন্যান্যরা এ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।