হিমাংশু দেব
শালিখায় ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আনারস প্রতিকের প্রার্থী সমাজসেবক মোঃ মোতালেব হোসেন শিকদারের পক্ষে পিয়ারপুর, নাঘোসা ও তালখড়িতে আজ মঙ্গলার ৩টি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
অফিস উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মোতালেব হোসেন শিকদার, কুশখালীর বাকিয়ার বিশ্বাস, দেলুয়াবাড়ির মোঃ কায়ুম শিকদার, নাঘোসার আব্দুল মাষ্টার, পিয়ারপুরের মোঃ ওমেদ আলী, তালখড়ির আনোয়ার মেম্বার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিগত কয়েক বছর যাবৎ মোতালেব শিকদার গরিব দূঃখীসহ স্থানীয় গণ-মানুষের আর্থিক সহযোগিতা করে আসছেন। বিশেষ করে করোনা কালীন সংকটে খাদ্য ও অর্থ সাহায্য করেছেন। ইউনিয়নের কেউ মারা গেলে তার বাড়ী গিয়ে সহানুভ‚তি জানিয়েছেন। তাই আগামী ২৮ নভেম্বর নির্বাচনে আনারস প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানান।