ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়া বাজারে আগুন লেগে ৪ টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) ভোর রাতে বালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন । এসময় মোট ৪ টি দোকান পুড়ে যায় ।
ক্ষতিগ্রস্ত ঘর মালিক মিন্টু, হায়দার খান ও সাদ্দাম হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে এবং মুহুর্তের মধ্যেই ১ টি মুদি দোকান ও ১ টি ওষুধের দোকানসহ ৪ টি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সালথা ফায়ার সার্ভিসের এক স্টেশন কর্মকর্তা জানান, খবরটি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।