বাগেরহাটের শরণখোলায় বিষপান করে মামুন সিকদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া গোলবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত মামুন সিকদার শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোসলেম সিকদারের বাড়িতে নানির কাছে থাকতো।
পুলিশ জানায়, সোমবার দিনগত গভীর রাতে শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে মামুন সিকদার (১২) নামের ওই শিশু বিষপান করে। রাতেই তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানাই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে পুলিশ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে ।
এদিন দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার মরদেহের পোষ্টমর্টেম করা হয়েছে।
শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, শিশুটির বিষপানের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড এবং সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।