অভয়নগরের নওয়াপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি গোডাউন পুড়ে ভস্মিভূত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার প্রফেসরপাড়ায় বিশ্বাস বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০নভেম্বর) সন্ধ্যায় বৈদ্যুতিক গোলযোগের কারণে মেসার্স জামান এন্ড ব্রাদার্সের একটি আধাপাকা গোডাউন ভবনে আগুন লাগে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্র্ভিসে খবর দেয়া হলে নওয়াপাড়া ফায়ার সার্র্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. অহিদুজ্জামান বিশ্বাস জানান, সন্ধ্যার সময় গোডাউনের বাতি জ্বালিয়ে নামাজ আদায় করতে যাই। অতঃপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং নওয়াপাড়া ফায়ার সার্র্ভিস অফিসে খবর দেই। তিনি আরও জানান, তার ওই গোডাউনে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোং এবং বসুন্ধরা হাইজিন গ্রুপের ডিলারশীপের মালামাল ছিল। যার মধ্যে ডায়াপ্যান্ট, ফিনিশ কীটনাশকসহ আনুমানিক প্রায় ১৬-১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর টিটব শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ নির্নয় করা যাবে।