ইলিয়াস হোসাইন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সুবিদখালী বাজারে নান্নু শপিং কমপেক্স এর ২য় তলায় এনআরবিসি ব্যাংকের সুবিদখালী শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) এনআরবিসি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল হেড বরিশাল ও খুলনা রিজনাল জি কে এ এম মাকসুদ বিন হারুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনীয় ফিতা কাটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী।
উদ্বোধন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে এনআরবিসি ব্যাংকের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা শেষে এনআরবিসি ব্যাংক সুবিদখালী শাখা প্রধান প্রদীব কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী আতাহার উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ও নান্নু শপিং কমপেক্সের এর মালিক মোঃ সাহাবুদ্দিন নান্নু, মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার। এছারাও উপস্থিত থাকেন স্থানীয় বাজার ব্যাবসায়ীসহ প্রমুখ।