অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় জীবন বীমা কর্পোরেশনের অফিস পরিদর্শন করলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল কান্তি ভৌমিক।
সোমবার সকাল ১১টায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড অব চেয়ারম্যান শ্যামল কান্তি ভৌমিক আকষ্মিকভাবে নওয়াপাড়া শাখা অফিসটি পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বোর্ড সেক্রেটারি মহা-ব্যবস্থাপক টিএ ডিভিশনের আবু হেনা মো. মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় ইনচার্জ অরুপ কুমার চক্রবর্তী ও যশোর সেলস ইনচার্জ হরশিত কুমার মন্ডল। অফিস পরিদর্শনে আসা এমডি শ্যামল কান্তি ভৌমিককে ফুলের শুভেচ্ছা জানান, নওয়াপাড়া শাখা ইনচার্জ মাহবুবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ, ফুলতলা শাখা ইনচার্জ শিবপদ মন্ডল, ডিও-১ মো. শাহ আলম মল্লিক, ডিও- ২ মো. ইদ্রিস আলী, ডিও-৩ তাপস হালদার, অফিস সহকারী মহাসিন মোড়ল, এজেন্ট মো. আয়ুব আলী খাঁন, সাফিয়া বেগম, সাংবাদিক গাজী রেজাউল করিম ও মো. কামাল হোসেন।