মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট।।
মাদক বিরোধী অভিযান চালিয়ে সিগনাল টাওয়ার এলাকা থেকে গাঁজাসহ মোঃ এনামুল হাসান বাবু (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই অমিত বিশ্বাস’র নেতৃত্বে একটি আভিযানিক দল মোংলা পৌরসভার সিগনাল টাওয়ার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করে।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান মোংলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।