মোঃনাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার কাঠালতলা এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় লাইসেন্স নবায়ন না থাকা ও অননুমোদিত স্থান হতে মাটি কেটে ইট প্রস্তুত করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী মেসার্স এমবিআই ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং মেসার্স আবরার ব্রিকস ফিল্ডকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ূন মোল্লা সেখানে উপস্থিত ছিলেন৷ জনস্বার্থে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানিয়েছেন।