1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে শিক্ষা প্রসারে প্রশংসনীয় উদ্যোগ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত ‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ‘বৈষম্যমূলক’ নয়, ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক দেশত্যাগের অভিযোগ অভয়নগরে বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এক বছর ম্যাচই খেলেননি, তিনিই বর্ষসেরা ক্রিকেটার

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে শিক্ষা প্রসারে প্রশংসনীয় উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪০৩৭১ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, স্টাফ রিপোর্টার।।


ঝরে পড়া শিক্ষার্থী রোধকল্পে, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছিয়ে দিতে এবং শিক্ষা প্রসারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্বাবিদ্যালয় (বাউবি) যশোর আঞ্চলিক কেন্দ্র মহতী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের বিশেষ আয়োজনে প্রতি বুধবার আঞ্চলিক কেন্দ্রে চালু করা হয়েছে ‘ এক টেবিলে সকল সেবা’। এক টেবিলে সকল সেবা প্রোগ্রামে অফিসের কর্মকর্তারা একত্রে বসে আগত শিক্ষার্থীসহ অভিভাবকদের নানাবিধ সমস্যা সমাধানসহ শিক্ষা সংক্রান্ত সব ধরণের সেবা প্রদান করে চলেছেন।

তাছাড়া আঞ্চলিক কেন্দ্রের দর্শনার্থীদের হলরুমে চালু করা হয়েছে সততা ক্যাটিন। সততা ক্যান্টিনে বিক্রয়যোগ্য পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সততার সাথে স্বল্প মূল্যে সততা ক্যান্টিন থেকে শিক্ষার্থীসহ অভিভাবকরা পণ্য কেনাকাটা করছেন।

সততা ক্যাটিন-বাউবি,যশোর

সরেজমিনে বুধবার (২মার্চ) দুপুরে বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা এক সারিতে বসে শিক্ষার্থীসহ অভিভাবকদের সেবা দিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মো. নজরুল ইসলাম সেখ, সহকারী আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু ও ফরিদা পারভীন, প্রশাসনিক কর্মকর্তা (পরীক্ষা) শেখ শামীম হাসান, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মো. আলমগীর হোসেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ, এলডিএ এমএম জাহিদুল ইসলাম ও অফিস সহায়ক সুজন আলী।

আঞ্চলিক কেন্দ্রে সেবা নিতে আসা শিক্ষার্থী ফারজানা আক্তার ববি জানান, বাউবি কর্তৃপক্ষের এ ধরণের উদ্যোগ খুবই ভালো উদ্যোগ। আমি ভর্তির বিষয়ে খোঁজ নিতে এসে ভালো সেবা পেয়েছি। স্কুল শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, এসএসসি প্রোগ্রামের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্টাডি সেন্টারের বিভিন্ন দাফতরিক কাজ নিয়ে আঞ্চলিক কেন্দ্রে এসেছিলাম, এক টেবিলে বসে সকল সেবা পেয়েছি। তিনি আরও জানান, এ ধরণের সেবার উদ্যোগ মহতী এবং তা প্রশংসার দাবি রাখে।

এ ব্যাপারে যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক জানান, বাউবি প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এ ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews