বেনাপোল(যশোর)প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালবাড়ি এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা পালেদের তৈরী আড়াইশোর মত মাটির রিং ভেঙে গুড়িয়ে দিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা।
স্থানীয় পালপাড়ার নির্মল পাল জানায়, আগেও অনেক বার আমাদের কষ্টের তৈরি জিনিসপত্র দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে। আমরা ভয়ে কোন কিছু করতে পারিনা। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আবারও আমাদের মাটির তৈরী রিং গুলো ভেঙে দিল। প্রতিবার এমন ঘটনা ঘটলেও সুষ্ঠ বিচার পায়নি আমরা। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।