ইলিয়াস হোসাইন।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে আব্দুল জব্বার মাস্টার (৭৫) নামের এক আত্মহত্যা করেছেন বলে জানান তার পরিবার।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় উপজেলার দেউলী-সুবিদখালী ইউনিয়নের পশ্চিম-সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে ও দেউলী-সুবিদখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক।
নিহতের স্বজনরা জানান, সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন এবং পরিবারসহ সবার সাথে দূর ব্যবহার করতেন। ঘটনার দিন তার স্ত্রী পাশের ঘরে রান্না করে খাবার নিয়ে ঘরে আসলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক-চিৎকার দেয়। পরে বাড়ির লোকজন এসে জীবিত ভেবে তাকে উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।