বানিয়াচং প্রতিনিধি।।
পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে বানিয়াচংয়ে এক কৃষক নিহত এবং আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
শনিবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত কৃষক রহমত আলী (৫০) উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রহমত আলীর ছেলে রুবেল মিয়ার ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে টাকা পাওনা ছিল । বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
হাতাহাতির ঘটনার জের ধরে আজ শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত রহমত আলীসহ উল্লিখিত সংখ্যক লোক আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন রহমত আলী মারা যান।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।