যশোর প্রতিনিধি।।
বাঘারপাড়ার এক যুবতীর রক্তাক্ত মরদেহ যশোর সদরের বাজারগোপালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোনিয়া আক্তার (২৮) বাঘারপাড়া উপজেলার লক্ষিপুর রায়পুর গ্রামের রবিউল ইসলামের কন্যা।
পুলিশ জানায়, লোকমুখে খবর পেয়ে বাজারগোপালপুর গ্রামের মাঠ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মধুহাটী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, সকালে লকজন হাটতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উত্তম কুমার জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে লাশটি সোনিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে।
সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল ইসলাম বলেন, সম্পত্তির লোভে বা অন্য কোন কারণে তাকে হত্যা করা হতে পারে কিনা এমন ধারণা করছে পুলিশ। তিনি আরো বলেন, হত্যা রহস্য উদঘাটনে সহায়তার জন্য আমরা বাঘারপাড়া থানা পুলিশকে খবর দিয়েছি ।