বেনাপোল প্রতিনিধি।।
বুধবার( ৩০ মার্চ ) সন্ত্রাস করে বেনাপোল বন্দর দখলের চেস্টাকারী
গডফাদার রাশেদ আলীকে গ্রেফতার করার দাবিতে দুপুরে সংবাদ সম্মেলণ করেছে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন, বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ও জাহাংগীর আলম।
শ্রমিক নেতারা রাশেদ আলীকে দ্রুত আটক করা না হলে বেনাপোল বন্দর অচল করে দেয়ার হুমকী দেন। আজ দুপুরের পরপরই্ কয়েক হাজার শ্রমিক বেনাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ।
সমাবেশে বক্তব্য রাখেন, বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান ও রাজু আহমেদ।
গতকাল দুপুরে রাশেদের নেতৃত্বে বোমা হামলার পরপরই শ্রমিক নেতা রাজু আহমেদে সন্ত্রাসী রাশেদ আলী সহ ৩৬ জনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। বোমা হামলায় ২০ জন শ্রমিক আহত হন।
এর পরে পুলিশের এসআই মাসুম বাদি হয়ে ২ টি মামলা ও শ্রমিক নেতা রাজু আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়েল করেন। মামলায় ৩৬ জনকে আসামি করা হয়। মামলার পর গতরাতেই ৮ জনকে আটক করেছে পুলিশ । আজ বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।