ডেস্ক রিপোর্ট।।
দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। বর্তমানে ৪৫৬ টি ফায়ার স্টেশন আছে। খুব দ্রত সময়ে প্রধানমন্ত্রী আরও ৪০ টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও যুগোপযোগী করে উন্নয়ন করা হচ্ছে। এই বাহিনীকে আগামী দিনে একটি সুদক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষিত, আধুনিক ও বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের যেতে অনেক সময় লাগলেও বর্তমানে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ছে ফায়ার সার্ভিস।