ডেস্ক নিউজ।।
হৃদয় চন্দ্র মন্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ ও দায়িত্বপ্রাপ্ত বিচারক মোতাহারাত আখতার ভুইয়ার আদালত রোববার দুপুর পৌনে ১ টার দিকে জামিন শুনানি শেষে হৃদয় চন্দ্র মন্ডলের জামিন মঞ্জুর করেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল ধর্ম অবমাননার অভিযোগের মামলায় করাগারে আছেন। হৃদয় মন্ডলকে গ্রেপ্তারের ১৯ দিনের মাথায় তৃতীয় দফায় এ জামিন শুনানি অনুষ্ঠিত হল।
এর আগে মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে ফৌজদারি মামলা দায়ের করেন হৃদয় মন্ডলের আইনজীবী হৃদয় মণ্ডলের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। সেদিন মামলাটিতে আসামির জামিন শুনানি ১০ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন আদালত।