যশোর প্রতিনিধি।।
যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে চাচা কে পিটিয়ে হত্যা করেছে ভাইপোরা। এসময় পিতাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে ছেলে।
রবিবার (১০ এপ্রিল) যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।
নিহত আব্দুর রহমান (৬০) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দর্জি ।
নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত আরিফ এখন হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের ছেলে টিটুল জানান, জায়গা জমি নিয়ে বিরোধ নিয়ে চাচাতো ভাই আজিজুল, মফিজুর, ইসমাইল ও হৃদয়, রবিবার বিকেল বেলায় বাবা আব্দুর রহমান বাড়িতে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই এসে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এসময় বাবা মাটিতে পড়ে গেলে ছোট ভাই আরিফ এগিয়ে আসলে তাকেও বাঁশ দিয়ে পেটায়। পরে আমর বাবা আব্দুর রহমান ও ভাই আরিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ৫টা ১৮ মিনিটে আহত অবস্থায় হাসপাতালে আসলে তাদের ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠাই চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়। এবং আরিফ হোসেন ও আশঙ্কাজনক।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, জায়গা জমি নিয়ে বিরোধে ভাইপোদের হাতে আব্দুর রহমান নামে একজন খুন এবং একজন আহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।