ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলার ফকিরহাটে ইজিবাইক যাত্রী নারী কে জোরপূর্বক ধর্ষণ করেছে চালক। পুলিশ ধর্ষক কে আটক করেছে।
অভিযুক্ত গ্রেফতারকৃত ধর্ষক ইজিবাইক চালক মাহামুদুল হাসাস রকি (২৪) উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সোমবার (১১ এপ্রিল) দুপুরে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক রকিকে জেলহাজতে প্রেরণ করেন।
ফকিরহাট থানা ওসি মুহাম্মাদ আলিমুজ্জামান জানান, খুলনায় হাসাপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার জন্য ওই নারী (২৩) গত ৮ এপ্রিল রাতে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে ইজিবাইকে খুলনায় যাওয়ার পথে স্থানীয় শ্যামবাগান এলাকায় গিয়ে ইজিবাইক চালক রকি ওই নারীকে জোরপূর্বক রাস্তার পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ইজিবাইক চালকের নাম পরিচয় সংগ্রহ করে রবিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে মাহামুদুল হাসান রকিকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।