।।শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।
তৈরি পোশাক শিল্পের রাজধানী খ্যাত সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ-শ্রমিক সহ আহত হয়েছে অন্তত ৩০ জন।
আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানায়, স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা দুপুর ১২ টার দিকে ঈদ বোনাস ও বাড়তি ঈদের ছুটির জন্য উৎপাদন বন্ধ রেখে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা অবরোধ করে রাখে। এসময় শিল্প পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে উঠতে বললে পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় পুলিশ অন্য কোন উপায় না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের উপর রাবার বুলেট, জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় শ্রমিক-পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়। সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়কে চলাচলরত ও কারখানার প্রায় দশটিরও বেশী গাড়ি ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়।
বর্তমানে কারখানাটির সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকরা চলে যাওয়ার পর প্রায় এক ঘন্টা পরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এঘটনার পরে শুধুমাত্র আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বিডি টেলিগ্রাফ কে বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক।আমরা তদন্ত করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।