ডেস্ক রিপোর্ট।।
ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলায় জামিন পেয়েছেন। তার আইনজীবী বলছেন, এখন আর কারাগার থেকে তার মুক্তিতে বাধা নেই।
অস্ত্র, মাদক ও অর্থপাচার মামলার পর তিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় বুধবার জামিন হয়েছে।
তার আইনজীবী মাহবুবুল আলম সাংবাদিকদের বলেছেন, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা ছিল।
সবগুলো মামলায় জামিন হওয়ায় তার কারাগার থেকে মুক্তি পেতে আর বাধা নেই। সূত্র-বিবিসি