গোপালগঞ্জ প্রতিনিধি ।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে মিনিবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার (১৪ মে) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এবং কে কোন পরিবহনের যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশ জানায়, রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে। এসময় ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে যায়।