স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ¦-১৭)।
বিকালে স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি গাজী রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল প্রমুখ। উদ্বোধনী খেলায় শুভরাড়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-১গোলে পায়রা ইউনিয়ন ফুটবল একাদশ কে হারায়। বিজয়ীদলের মইন আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।