বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সরদারের পুত্র কুতুব হোসেনসহ( (২১) চার জনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাত ১১ টার সময় বেনাপোল পোর্ট থানার ছোট আচঁড়া মোড়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
মামলার অন্য আসামীরা হলো বাঘারপাড়ার উপজেলার রোস্তমপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে বনি আমিন , পাকেরআলী গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে সরাফত হোসেন, সদর উপজেলার হামিদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আবু বক্কার শোভন পিয়াস ।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তা এসআই রইচ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে অবস্থান করছিলেন। বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের চোরের রাস্তার ইদুলের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে পোর্ট থানায় মামলা হয়েছে। যার নম্বর ২৩।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামী বাঘারপাড়া বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যানের ছেলে কুতুব হোসেন, পাকের আলি গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে সরাফত হোসেন (২৪), রোস্তমপুরের বাবুল হোসেনের ছেলে বনি আমিন (২৭) এবং সদর উপজেলার হামিদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে বাকির হোসেন বেনাপোল বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের চোরের রাস্তার ইদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। তখন তাদের ধাওয়া করে ১৬ বোতল ফেনসিডিল সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, চার জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। রোববার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।