ডেস্ক রিপোর্ট।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে প্রায় ৮ কেজি ওজনের ৭০ পিস স্বর্ণেরবার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এসময় স্বর্ণেরবার বহন করায় এক বিমান কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ। তিনি বিএসসিসির কিচেনে প্যান্ট্রিম্যান হিসেবে কর্মরত বলে জানা গেছে। উদ্ধারকৃত এ সব স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার মো সানোয়ারুল কবির স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে বিমানবন্দরের ক্যাটারিং সেন্টারের গেটের সামনের থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ৪টি স্বর্ণের বারের বান্ডিল উদ্ধার করা হয়। যার মধ্যে প্রতিটি ১১৬ গ্রাম ওজনের মোট ৭০ পিস বার পাওয়া যায়।