রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি।। নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ড্রাম থেকে ৬বস্তা বিভিন্ন ব্রান্ডের ১৩২ বোতল ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পৌরসভার মধ্যমবাগান এলাকা থেকে ভারতীয় মদসহ আহমেদ শরীফ (১৯) গ্রেপ্তার করা হয়। সে দুর্গাপুর সদর ইউপির চকলেঙ্গুরা এলাকার কাজল মিয়ার ছেলে।
দুর্গাপুর থানা পুলিশের ওসি(তদন্ত) মো. এনামুল হক আজ রোববার এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি(তদন্ত) মো.এনামুল হকসহ একদল পুলিশ। পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। রোববার দুপুরে অভিযুক্তকে দূগার্পুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাজির করলে আদালতের বিচারক মাসুম মিয়া কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান,সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।মাদকসেবন ও ব্যবসায়ীদের কঠোরভাবে নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিদিন বিশেষ টিমের মাধ্যমে অভিযান পরিচালনা অব্যাহত আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।