ডেস্ক রিপোর্ট।।
টাইগারদের টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন দীর্ঘদিন ধরে রান খরায় ভুগতে থাকা অধিনায়ক মুমিনুল হক ।
মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়ে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় পরে গণমাধ্যমে জানান, নিজের পারফরম্যান্সের দিকেই মন দিতে চান তিনি। মুমিনুল বলেন, অধিনায়ক ফর্মে থাকলে দল খারাপ করলে মোটিভেট করতে পারে। কিন্তু আমি নিজেই ভালো খেলতে পারছি না। তাই আমার মনে হয়েছে এই দায়িত্বটা এখন ছেড়ে দেয়া উচিত।
স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন জানালেও পরবর্তী অধিনায়কের বিষয়ে বিসিবির প্রতি কোনো পরামর্শ নেই তার। বললেন, এটা বোর্ড তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমি এ বিষয়ে কিছু বলিনি।