রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন চত্বরে বৃহস্পতিবার( ২ জুন) বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারের লক্ষ্যে নোয়াপাড়া ইউপির প্রকাশ্য বাজেট প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের তৃণমূল নেতা,কমিদের সাথে মতবিনিময় করলেন এমপি,ডাঃরুহুল হক।
উক্ত বাজেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৩ ও সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহজ অধ্যপক ডাঃরুহুল হক, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্ষ।
আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আরো অনেকে উক্ত সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ।