চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় লাইট তৈরির গোডাউনে আগুন লেগে শহরের ফেরিঘাট রোডে) লাইট তৈরির গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে ফেরিঘাট রোডের তিনতলা একটি ভবনের নিচের ওই গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে
আগুন লাগতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের আরেকটি দল এসে কাজ শুরু করে।
এরপর রাতের আগুন ৪ ঘণ্টা পর সকাল হলে তা নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে তিনতলা ওই ভবনের নিচতলায় আগুনের শিখা দেখতে পায়। এরপর খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের সাটার ভেঙে আগুনের ভয়াবহতা দেখতে পায়। এরপর শুরু হয় নিয়ন্ত্রণ কাজ। অন্তত ৪ ঘণ্টা চলে কার্যক্রম।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক ধারণায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।