গোলাম কবির, বুটেক্স প্রতিনিধি।।
আজ ( মঙ্গলবার) আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সিটি ইউনিভার্সিটির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বুটেক্স।
দ্বিতীয় বিইউএফটি বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর কোয়ার্টার ফাইনালে দিনের দ্বিতীয় ম্যাচে ১১ঃ১৫ মিনিটে সিটি ইউনিভার্সিটির মুখোমুখি হয় বুটেক্স। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বুটেক্সের মিডফিল্ডার মিরাজের গোলে এগিয়ে যায় বুটেক্স।খেলার বাকি সময়ে আর কোন দল গোল না করলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বুটেক্স।এই জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত হয় বুটেক্সের।