বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর মেয়রের কার্যালয়ে বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু। বাজেটে আয় ধরা হয়েছে ১৯ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা, ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ৪০০ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৩৯৯ টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দীন, কাউন্সিলর শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম উজ্জ¦ল, শহিদুল ইসলাম, খবির হোসেন, ফয়সাল আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, নমিতা শর্মা, হিসাব রক্ষক জুলফিক্কার আলী প্রমুখ। এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও সুধিজনরা উপস্থিত ছিলেন।