বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রনজিৎ রায় এমপি।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার শহীদুল্লাহ, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী,মিজানুর রহমান,শচীন্দ্র নাথ বিশ্বাস,সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা ও আসাদুজ্জামান মিন্টুসহ জনপ্রতিনিধি ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা। আলোচনা সভার পূর্বে র্যালি ও উপজেলা চত্বরের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করা হয়। শেষে মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাবার বিতরণ করেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।