অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৪০টি ৫০০টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফুল ইসলাম (৩৮) নামে দুই জাল টাকার কারবারিকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা।
সোমবার ভোর রাতে তাদেরকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আল রেজুয়ানের (আবাসিক হোটেল) ৩য় তলার ৩০৩নং র“মে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় র্যাব-৬ যশোরের কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত মহিবুর রহমান চৌধুরী চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও কাশেমপুর গ্রামের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। সে ঢাকা ডিএমপি ডেমরা থানা এলাকার মাতৃছায়া, বাসা নং ৭১, ওয়ার্ড নং ৬৭ বসবাস করে দীর্ঘদিন ধরে এসব নকল টাকার ব্যবসা করে আসছিলেন। তাছাড়া আটক সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার চরজাকালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকার অবস্থান করে এসব জাল টাকার কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তদেরকে জাল টাকাসহ আটক করি। সোমবার বিকালে তাদের বির“দ্ধে মামলা দায়ের শেষে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, র্যাবের হাতে জাল টাকাসহ আটক দুইজনকে মঙ্গলবার সকালে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।