যশোর প্রতিনিধি।
যশোরে শহরে কামরুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় কালেক্টরেট মার্কেটে মা বোরকা হাউজ নামে একটি দোকানে কাপড়ের ব্যবসা করতেন।
নিহত কামরুল ইসলাম শহরের ঘোপ সেন্ট্রাল এলাকার মৃত খোকা মিয়ার ছেলে।
মৃতেরপরিবারের সদস্যরা জানান, ৭ মার্চ শবে বরাতের রাত ৯ টার দিকে নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান। এরপর থেকেই সারা রাত তার মোবাইল ফোন বন্ধ ছিলো। ভোর ৪ টার দিকে খুলনার ফুলতলা থেকে তাদের কাছে ফোন আসে কামরুল ইসলাম অসুস্থ অবস্থায় নদীর পাড়ে আছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি চিকিৎসকরা হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পরিবারের সদস্যরা খুলনায় না নিয়ে তাকে ভোর ৫ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ মার্চ ভোর ৬ টায় কামরুল মারা যান। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা।