যশোরে স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে সোহেল রানা (৪০) নামে প্রবাস ফেরত খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার চান্দুটিয়া ব্রিজের পাশে এঘটনা ঘটে।
নিহত সোহেল রানা হালসা গ্রামের বজলুর রহমানের ছেলে। তার লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ভাই শাকিল বলেন, বছর চারেক আগে আলমনগরের খুশি অরফে মিমের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়। দুই বছর এক মাস বয়সের তাদের একটি ছেলে সন্তান আছে। মিমের বিয়ের আগের থেকেই ফারাবিব নামে একটি ছেলের প্রেম ছিলো।
তিনি আরো বলেন, বিয়ের পর আমার ভাই দুবাই চলে যান। সপ্তাহখানেক আগে দুবাই থেকে তিনি বাড়ি আসেন। দুইদিন আগে মিমের সাথে ফারাবিবকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এসময় ফারাবিব সোহেলকে হত্যার হুমকি দেয়। আজ ইফতারের পর সেহেল বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। মিমের ইন্দনে ফাহাবিব তিন-চারজনকে সাথে নিয়ে সোহেলের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার সুভাবিশ বলেন, তার শরীরের অসংখ্য যায়গায় ধারাল অস্ত্রের আঘাত ছিল। তাকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে আছি। জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।