বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিক এ্যান্ড ডায়াগোনষ্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান টি সিলগালা করা হয়।
১২ এপ্রিল বুধবার দুপুরে নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকে অভিযানে উপস্থিত ছিলেন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস সিভিল সার্জন যশোর,ডাঃ মোহাম্মদ নাজমুস সাদেক ( রাসেল), ডাঃ অরূপ জ্যোতি ঘোষ,ডাঃ রেহওয়াজ, ডঃ অনুপম, ডাঃ দীপঙ্কর দাস, ডাঃ তাইফুর আজিজ, আরিফুজ্জামান এবং মনিরুজ্জামান প্রমুখ।
যশোর সিভিল সার্জন এর একটি দল অভিযান পরিচালনার সময় ওই ক্লিনিক কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং সিভিল সার্জনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
ডক্টরস ক্লিনিকে থাকা নার্সদের কোন ডিপ্লোমা সার্টিফিকেট নাই ,ওটি এবং প্যাথলজিতে অসঙ্গতি পাওয়ার কারণে ক্লিনিকে সিলগালা করা হয় বলে অভিযান পরিচালনা টিম গণমাধ্যমকে জানান।