যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী ৭০ নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকালে যশোর শহরের জেলরোড থেকে তাকে আটক করেন।
আটক ইদ্রিস আলী গোপেল রোডের কুটি মিয়ার ছেলে।
যৌন নির্যাতনের স্বীকার শিশুটি যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইদ্রিস আলী নামে একজনকে আটক করেছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আরএম ও (আবাসিক মেডিকেল অফিসার) ডাক্তার আব্দুস সামাদ বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোর্ট আসার পরে জানা যাবে সে ধর্ষণের শিকার হয়ে কিনা।