অস্ত্র-গুলিসহ তানজিম চাকলাদার রাজিতসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২৩ জুলাই) গভীর রাতে যশোর শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-৬ যশোরের সদস্যরা।
আটক রাজিত চাকলাদার ওই এলাকার পান্নু চাকলাদারের ছেলে এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাইপো ।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।
জানা যায়, র্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ রাজিত চাকলাদারকে আটক করেন। এসময় ইমরান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।