বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় ‘ফারাজী হেলথত কেয়ার সেন্টার’নামের সেবামুলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে মহিরন ব্র্যাক অফিস মোড়ের বিশ্বাস মঞ্জিলে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সেন্টারের উদ্বোধন করেন।
‘ফারাজী হেলথ কেয়ার সেন্টার’ পরিচালনায় রয়েছেন খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও
কিডনি বিশেষজ্ঞ ডা: ইনামুল কবীর। এদিন তিনি অর্ধশত রোগী দেখেন। এসময় উপস্থিত ছিলেন যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, ইউপি সদস্য ফিরোজ হাসান।
উল্লেখ্য, ‘ফারাজী হেলথ কেয়ার সেন্টার’ এর মাধ্যমে মাসের প্রতিত তৃতীয় সোমবার ‘বিশ্বাস মঞ্জিলে’ কিডনি ও মেডিসিন বিষয়ে ফ্রী রোগী দেখবেন ও ঔষধ সহায়তা করবেন এমবিবিএস, এমডি (নেফ্রোলজী) মেডিসিন ও কিডনি বিশেজ্ঞ ডা:ইনামুল কবীর।