1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগরে বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায় - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বিজয়ীরাই দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান

অভয়নগরে বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫৪ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলায় বাল্য বিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়। মঙ্গলবার রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের বুড়োর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চাঁপাতলা গ্রামের আলী আকবরের মেয়ে নাসরিন খাতুন (১৩)। সে চাপাঁতলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী। নাসরিন কে চেংগুটিয়া গ্রামের বুড়োর দোকান এলাকার রমজান জোয়ারদারের ছেলে খায়রুল জোয়ারদারের (২০) সাথে বিয়ের আয়োজন করে পরিবার। এদিন রাত ৯টার দিকে ছেলের বাড়িতে বাল্যবিয়ের তথ্য শুনে যশোর জেলা গ্রাম পুলিশের সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও অভয়নগর থানার গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় বাল্য বিয়ে রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে অবহিত করেন।

গ্রাম পুলিশের জেলা সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও থানা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৭ম শ্রেণীতে পড়ুয়া নাসরিনের সাথে খায়রুলের বিয়ে হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই ছেলের বয়স ঠিক থাকলেও মেয়ের বিয়ের বয়স হয়নি। উক্ত বিষয়ে আমরা উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি তারা পদক্ষেপ গ্রহণ করবেন।

এ ব্যাপারে মহাকাল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদুর ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড স্যার ব্যস্ত থাকায় আমাকে পাঠিয়েছেন। এখানে এসে দেখি বাল্যবিয়ের কার্যক্রম চলছে। বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানিয়ে তাৎক্ষণিকভাবে সেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। তাদের অভিভাবকদেরকে অবগত করা হয়েছে একই সাথে প্রেমবাগ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ছেলের বয়স হলেও মেয়ের বয়স হয়নি যার কারণে দুটি ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মুচলেকা নিয়েছি। ৫ বছরের মধ্যে মেয়ের বিয়ে না দেওয়ার জন্য অভিভাবককে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে এ ধরণের কাজ করলে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews