তারিম আহমেদ ইমন, অভয়নগর প্রতিনিধি। ২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অভয়নগরের মথুরাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার মথুরাপুর এলাকায় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, সাফিয়া খানম, চেয়ারম্যান নাসির উদ্দীন,
কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, পৌর কৃষক লীগের সভাপতি নিজাম আকুঞ্জি, পৌর আওয়ামী লীগ নেতা শাকিল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ফারাজী। এসময় আরও উপস্থিত ছিলেন শেখ তৈয়ুবুর রহমান কৃষি সম্পসারন অফিসার, কৃষক আকরাম হোসেন, মুজাহার মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার হাহিজা খানম।