তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ডা. সাফিয়া খানম।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সমাজসেবা অফিসার এএফএম অহেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প অফিসার মুসফিকুর রহিম, আইসিটি কর্মকর্তা আহসান কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষীগণ।